শনিবার, ১০ জুলাই, ২০২১, ০৭:৪৯:৩৫

আগামীকাল সকাল ৬টায় ফাইনাল, আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

আগামীকাল সকাল ৬টায় ফাইনাল, আপনার মতে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

আর বেশি দেরি নাই স্বপ্নের ফাইনালের। কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সকাল ৬ টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল - আর্জেন্টিনা। এখন সবার একটাই প্রশ্ন কে জিতবে ফাইনালে? আপনি মত কী? আপনি কী মনে করেন?

সে যাই হউক একটু পরিসংখ্যানের দিকে যাওয়া যাক, শক্তির বিচারে কেউ কারোর চেয়ে কম নন। এবারের কোপায় এখন পর্যন্ত অপরাজিত দুই দল। দাপটের সাথে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে উভয়দল। কোয়ার্টারে ইকুয়েডরকে ৩-০ গোলে এবং সেমিতে কলম্বিয়ার বিপক্ষ টাইব্রেকারে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্য দিকে ব্রাজিল শেষ আটে চিলির বিপক্ষে ১-০ ও শেষ চারে পেরুর বিপক্ষে একই ব্যবধানের জয় নিয়ে ফাইনালে পা রাখে। নকআউটের দুই ম্যাচেই তিতের রক্ষাকবচ হয়েছিলেন লুকাস পাকুয়েতা। আসরে আর্জেন্টিনা ১১ গোলের বিপরীতে হজম করেছে তিনটি গোল। আর ব্রাজিল ১২ গোল দিয়েছে, নিজেদের জালে নিয়েছে দুই গোল।

এদিকে সর্বমোট ১১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৪৬ বার জিতে এগিয়ে আছে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৪০ ম্যাচে। ২৫ ম্যাচ শেষ হয়েছে সমতায়। শেষ ২০১৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক প্রীতিম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছিল আর্জেন্টাইনরা। তবে শেষ পাঁচ দেখায় তিনবার সেলেসাওরা ও দু’বার অ্যালবিসেলেস্তে জয় পায়।

অপরদিকে কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ শিরোপা জিতেছে ১৯৯৩ সালে। এরপর শিরোপা খরা। ২৮ বছরের শিরোপাহীন দলটির বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কোপার শিরোপা জিতেছে ৯ বার। ১৯৩৭ সালে উভয় দলের পয়েন্ট সমান হওয়ায় শিরোপা নির্ধারণী প্লে-অফ ম্যাচ হয়, যাতে ব্রাজিলকে ২-০ গোলে পরাজিত করে অ্যালবিসেলেস্তেরা। তখন লিগভিত্তিক খেলা শেষে পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে