শনিবার, ১০ জুলাই, ২০২১, ০৮:২৯:৪৯

কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা ১০বার ফাইনালে মুখোমুখি, রেকর্ড ৮বারই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২ বার ব্রাজিল

কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা ১০বার ফাইনালে মুখোমুখি, রেকর্ড ৮বারই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২ বার ব্রাজিল

দর্শকদের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আগামী রোববার ভোর ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। তার আগে দেখে নেয়া যাক কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনালগুলো। কারা আছে এসব পরিসংখ্যানে এগিয়ে।

বিশ্বকাপ ফুটবলেরও আগে শুরু কোপা আমেরিকা ফুটবল। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু। কিন্তু কোপা শুরু হয়েছে এরও ১৪ বছর আগে, ১৯১৬ সাল থেকে। এখন পযন্ত এই কোপায় ব্রাজিল আর্জেন্টিনা ১০বার ফাইনালে মুখোমুখি হয়েছে। এর মধ্যে রেকর্ড ৮বারই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইবার ব্রাজিল।

এদিকে কোপায় আগের ৪৬ আসরের মধ্যে ৪২ বার অংশ নিয়ে আর্জেন্টিনা ২৮ বার ফাইনাল খেলেছে। ১৪ বার চ্যাম্পিয়ন। ব্রাজিল ৩৭ বার অংশ নিয়ে ২০ বার ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ৯ বার! এবার আর্জেন্টিনার ২৯তম এবং ব্রাজিলের ২১তম ফাইনাল। দেখা যাক, কে চ্যাম্পিয়ন হয়?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে