শনিবার, ১০ জুলাই, ২০২১, ১১:২৯:৪৯

ঠিক হয়ে গেছে সেই রক্তাক্ত পা, ফাইনালে মাঠে নামবেন মেসি

ঠিক হয়ে গেছে সেই রক্তাক্ত পা, ফাইনালে মাঠে নামবেন মেসি

হাতে আর বেশি সময় নেই ফাইনালে মাঠে নামার। এমন অবস্থায় আর্জেন্টাইন সমর্থকদের মনে একটা প্রশ্ন জাগতে পারে ফাইনালে কী মেসি খেলতে পারবে? আর এই রকম মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ  মেসির বাঁ-পায়ের অবস্থা দেখে ঐ দিন আঁতকে উঠেছিলেন অনেকে। তবে তাদের জন্য বড় সুখরব,  নিশ্চিন্ত থাকতে পারেন। ভোর হলেই কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে নামার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনা মহা তারকার। অন্তত আর্জেন্টিনা শিবির থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে।

কোপা সেমিফাইনালে ফ্র্যাঙ্ক ফাবরার নির্মম ট্যাকলের কারণে চোট পান মেসি। এরপর রক্তাক্ত হয়ে পড়ে তার বাঁ পায়ের গোড়ালির ঠিক উপরে; কিন্তু তাতেও দমানো যায়নি আর্জেন্টিনার সুপারস্টারকে। সেই রক্তাক্ত বাঁ-পা নিয়েই দিব্যি খেলে গেলেন তিনি।

তবে টিভি ক্যামেরা বারবার দেখিয়েছিল মেসির পায়ের অবস্থা কী, মেসির রক্তাক্ত পায়ের ছবি ভাইরালও হয়। এরপরই প্রশ্নে ওঠে, মেসি কোপা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে নামতে পারবেন তো?

আর্জেন্টিনা শিবির থেকে বলা হচ্ছে, মেসির আদতে কোনো চোট নেই। ফাবরারের প্রচণ্ড শট তার পায়ে আছড়ে পড়েছিল বলে পা রক্তাক্ত হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা দলের সূত্রে জানা যাচ্ছে, মেসির পায়ে লাগছে অল্প; কিন্তু সেটা সিরিয়াস কিছু না। তিনি ঠিকই আছেন। এটাও বলা হচ্ছে, মেসির চোট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব কিছু এমন চললেই আগামী রোববার কোপার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তিনি মাঠে নামছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে