রবিবার, ১১ জুলাই, ২০২১, ০৮:১০:১৬

শিরোপার জন্য দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান আর্জেন্টিনার

শিরোপার জন্য দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান আর্জেন্টিনার

নেইমারদের কাঁদিয়ে কোপার শিরোপা জয় মেসিদের। শিরোপার কঠিন লড়াইয়ে মাঠে নেমে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিল আলবিসেলেস্তেরা। ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোলটি করেন আর্জেন্টিনার ডি মারিয়া।

এদিকে আজ মাঠে নেমেই নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন মেসি। কোপা আমেরিকার ইতিহাসে এখন সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারের নাম লিওনেল মেসি। চলতি আসরের ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ খেললেন তিনি। তবে এ রেকর্ডে মেসি একা নন। ১৯৫৩ সালের চিলির গোলরক্ষক সার্জিও লিভিংস্টোন ঠিক ৩৪ ম্যাচ খেলার রেকর্ড গড়ে গেছেন।

সেই সঙ্গে কোপায় সবচেয়ে বেশি (১৫টি) শিরোপা জেতার রেকর্ডে উরুগুয়ের সঙ্গী হলো আর্জেন্টিনা। ফলে শিরোপার জন্য আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটল।

যারা ছিলেন আর্জেন্টিনা একাদশে : দামিয়ান মার্টিনেজ, ওটামেন্দি, আকুনা, মন্টিল, রোমেরো, ডি পল, পেরেসিস, লো সেলসো, মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে