সোমবার, ১২ জুলাই, ২০২১, ১২:৪০:২৪

দিনে ১ কোটি টাকা হারাচ্ছেন মেসি

দিনে ১ কোটি টাকা হারাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেছে গত সপ্তাহেই। এরপর থেকে ফ্রি এজেন্ট হয়ে গেছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে, বার্সাতেই থেকে যেতে পারেন আর্জেন্টাইন খুদেরাজ। দুই পক্ষের মধ্যে আলোচনা কতটা ফলপ্রসু হয়, সেটার ওপরই নির্ভর করছে সব।

তবে এখন যেহেতু বার্সার সঙ্গে চুক্তিতে নেই, ক্লাবের কাছ থেকে বেতন-ভাতা কিছুই পাচ্ছেন না। স্প্যানিশ গণমাধ্যম ‘এল মুন্দো’ সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ করেছে, মেসি বার্সেলোনায় কত আয় করতেন।

আর সেই আয়ের অংক হিসেব-নিকেশ করে ফরাসি সংবাদপত্র ‘এল’ইকুইপ’ বের করেছে, ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে প্রতিদিন ১ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকার ওপরে) করে হারাচ্ছেন মেসি।

‘এলমুন্দো’র প্রতিবেদন, মেসি বার্সেলোনা থেকে প্রতি মৌসুমে ১৩৮.৯ মিলিয়ন ইউরো আয় করতেন। ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সেই রোজগার আপাতত বন্ধ রয়েছে। তাই প্রতিদিনই লোকসান বাড়ছে সদ্য কোপা আমেরিকা জেতা আর্জেন্টাইন অধিনায়কের।

এদিকে বার্সেলোনা সভাপতি জোয়ান লোপার্তা মেসিকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। নতুন চুক্তিতে সই করাতে পারবেন, এমন আত্মবিশ্বাসও তার।

কদিন আগে লোপার্তা বলেন, ‘আমি বলতি পারি, সব হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা তেমন নয়। আলোচনা চলছে, এখনও শেষ হয়নি। যত দ্রুত সম্ভব সেটা শেষ করার চিন্তা আমাদের। আমরা আত্মবিশ্বাসী, কারণ সে (মেসি) থাকতে চায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে