সোমবার, ১২ জুলাই, ২০২১, ০৮:২৬:৫৩

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৫৩ বছর পর চ্যাম্পিয়ন ইতালি

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৫৩ বছর পর চ্যাম্পিয়ন ইতালি

অপেক্ষা করতে হলো দীর্ঘ ৫৩ বছর, অবশেষে স্বপ্নের সেই শিরোপা নিজেদের করে নিলেন ইতালি। কঠিন লড়াইয়ে একপর্যায়ে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। খেলার নির্ধারিত সময় ছিল ১-১ ড্র। এরপর যোগ করা হয় আরো ৩০ মিনিট। সেখানেও গোল করতে ব্যর্থ হন দুই দলের ফুটবলাররা। অবশেষে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

টাইব্রেকারে ইতালির প্রথমটি গোল। শট নেন ডোমেনিকো বেরারদি। ১-০। ইংল্যান্ডের প্রথম শট নেন অধিনায়ক হ্যারি কেইন, গোল। ১-১। ইতালির দ্বিতীয় শট নেন আন্দ্রে বেলোত্তি। ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ১-১। ইংল্যান্ডের দ্বিতীয় শট, হ্যারি মাগুইরে। ১-২। ইতালির তৃতীয় শট নেন লিওনার্দো বনুচ্চি। গোল। ২-২।

ইংল্যান্ডের তৃতীয় শট নেন মার্কাস রাশফোর্ড। কিন্তু বলটি তিনি মেরে দেন বাম পাশের পোস্টে। গোল হলো না। ২-২। ইতালির চতুর্থ শট নেন ফেডেরিকো বার্নার্ডেশি গোল। ৩-২। ইংল্যান্ডের চতুর্থ শট নেন জ্যাডন সানচো। ঠেকিয়ে দেন গোলরক্ষ ডোনারুমা। ৩-২।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে