বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৪:৫০:৩৩

রিচার্লিসনের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

রিচার্লিসনের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় দুপুর ২টায় সাইতামা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচে সেলেকাওদের বিপক্ষে সমানে সমানে লড়েছেন মরুভূমির খেলোয়াড়রা। তবে শেষ রক্ষা হয়নি।

ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে হেরে অলিম্পিককে বিদায় জানিয়েছে সৌদি আরব। অপরপক্ষে এ জয়ের পর গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে ম্যাচের শুরুতে সৌদির রক্ষণে হানা দেয় ব্রাজিল। কর্নারের বিনিময়ে গোলবার সুরক্ষিত রাখে সৌদি আরব।

১৪তম মিনিটে সৌদি আরবের জালে কোনাকুনি অঞ্চল থেকে চুনহার কাছে বল বাড়িয়ে দেন ক্লাউদিনহো। চুনহার প্রচেষ্টা সৌদির ডিফেন্ডার মাথা ছুঁইয়ে ঠেকাতে গিয়ে ব্যর্থ হন। বল জড়িয়ে যায় সৌদি আরবের জালে। ১-০তে লিড নেয় ব্রাজিল। ২৭তম মিনিটে অবিশ্বাস্য গোল দেন সৌদির আবদুল্লাহ আল-আমরি। ব্রাজিলের ডিফেন্সিভ হাফ থেকে দারুণ এক ক্রস করেন সালমান আল ফারাজ। বক্সের মধ্যে সেই বল মাটিতে পড়ার আগেই দুর্দান্ত হেড নেন আবদুলেলাহ আল আমরি। মুহূর্তেই জড়িয়ে যায় ব্রাজিলের জালে।

দলকে ১-১ সমতায় ফেরান। ফের দলকে এগিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে ওঠে তারা। দ্বিতীয়ার্ধে নেমেই সৌদিকে চেপে ধরে ব্রাজিল। টানা ১৫ মিনিট ধরে গোলমুখ রক্ষার ঘাম ছুটে যায় সৌদি আরবের। তবে শেষরক্ষা হয়নি। ৭৪তম মিনিটে কাঙিক্ষত গোলের দেখা পায় সেলেকাওরা। টুর্নামেন্টের ৪র্থ গোলটি করেন ফরোয়ার্ড রিচার্লিসন।

৮৭তম মিনিটে ফের আক্রমণে ওঠেন রিচার্লিসন। তার একের পর এক হানায় ভেঙে চূড়মার হয় সৌদির রক্ষণভাগ। অতিরিক্ত ৮ মিনিট সংযোজন করেন রেফারি। আর ৯৩তম মিনিটে বাজিমাত করেন রিচার্লিসন। ম্যালকম থেকে বল পেয়ে রিচার্লিসনকে বাড়িয়ে দেন রেইনার। আর তা দুর্দান্তভাবে জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই সময়ের মধ্যে ব্যবধান কমাতে পারেনি সৌদি। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে