বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ০৭:৫২:২৩

আগামী বিশ্বকাপটা আমার : এমবাপেকে নেইমার

আগামী বিশ্বকাপটা আমার : এমবাপেকে নেইমার

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে নতুন চুক্তি করে ফেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এখনও ঝুলে রয়েছে আরেক বড় তারকা কাইলিয়ান এমবাপের চুক্তি। আগামী বছরের জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

গুঞ্জন শোনা যাচ্ছে, পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এমবাপে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি কোনো পক্ষের কাছ থেকে। এর মধ্যেই পিএসজির হয়ে নতুন মৌসুমে মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমবাপে-নেইমাররা। যার অংশ হিসেবে মৌসুম শুরুর আগে ক্লাবের অফিসিয়াল ম্যাগাজিনের জন্য নিজেদের মধ্যে মুখোমুখি সাক্ষাৎকারে বসেছিলেন এমবাপে ও নেইমার। 

যেখানে অগ্রজ সতীর্থকে নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা বলেছেন এমবাপে। আর নেইমার জানিয়েছেন আগামী বিশ্বকাপ হবে তার। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপ জেতার স্বাদ পেয়ে গেছেন এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আসরের সেরা উদীয়মান তারকা হয়েই চুমু এঁকেছেন বিশ্বকাপ শিরোপায়। এরপর তার সবচেয়ে বড় স্বপ্ন এখন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা।

মুখোমুখি সাক্ষাৎকারে প্রথমে নেইমারকে প্রশ্ন করেছিলেন এমবাপে। শুরুতেই সাংবাদিক হিসেবে নিজের অপরিপক্কতার ব্যাপারে আগেই জানিয়ে এমবাপে বলেন, 'আমি খুব ভালো সাংবাদিক নই, তোমাকে কী জিজ্ঞেস করব নেইমার?' এরপর তিনি প্রশ্ন করেন, 'এখনও পর্যন্ত যা কিছু অর্জন করেছ, এরপর তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?' উত্তরে নেইমার বলেছেন, 'আমার সবচেয়ে বড় স্বপ্ন, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।'

নিজের উত্তর দেয়ার পর নেইমার প্রশ্ন করেন, 'এমবাপে, তোমার জন্য সবচেয়ে বড় স্বপ্ন নিশ্চয়ই চ্যাম্পিয়নস লিগ জেতা, তাই নয়?' হাসি দিয়ে এমবাপে বলেন, 'আরেকটা বিশ্বকাপও কেনো নয়?' তখন এমবাপেকে থামিয়ে নেইমার জানান, পরের বিশ্বকাপটি তার। তাই এমবাপে যেন বিশ্বকাপ বাদ দিয়ে সবচেয়ে বড় স্বপ্নের কথা বলেন। এমবাপের কথার প্রেক্ষিতে নেইমারের ভাষ্য, ''না না! পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতার পর তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে