বুধবার, ০৪ আগস্ট, ২০২১, ০৫:৩৬:৩১

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব : আশরাফুল

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব : আশরাফুল

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৩১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে অলআউট করে ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ দল। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই সিরিজ জেতা সম্ভব। শুধু তাই নয়, অসিদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা সম্ভব। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেছেন, আমার মনে হয় পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ বা ৫-০ ব্যবধানেও জেতা সম্ভব। তবে এ জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে সে আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ভালো ফল সম্ভব।

২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের (ওয়ানডে) স্বাদ পায় বাংলাদেশ। সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেছেন, মাহমুদউল্লাহ তো টসে জিতে প্রথম ম্যাচে বোলিং নিতে চেয়েছিল। তবে এ উইকেটে টস হারাটা পক্ষে এসেছে বাংলাদেশের। ফিল্ডিং বা বোলিং প্রথম ম্যাচে অসাধারণ ছিল। তবে ব্যাটিংটা আরেকটু ভালো হতে পারত। আমার মনে হয়, স্কোরটা একটু কম হয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে