রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৯:২৪:৩৮

পুরো সিরিজজুড়ে চোখ জুড়ানো ব্যাটিং, সকলের প্রশংসায় সিক্ত আফিফ

পুরো সিরিজজুড়ে চোখ জুড়ানো ব্যাটিং, সকলের প্রশংসায় সিক্ত আফিফ

তৃণমূল থেকে উঠে এক টাইগার ক্রিকেটারের নাম আফিফ হোসেন। শুরুতে দুর্দান্ত না হলেও তিলে তিলে গড়ে তুলেছেন শক্ত ভীত। প্রায় তিন বছর ধরে খেলছেন টি-টোয়েন্টিতেই। আগে এতোটা ভাল না করতে পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে আলোচানায় উঠে আসেন তিনি।

তাই তো পুরো সিরিজজুড়ে আফিফের চোখ জুড়ানো ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে কম-বেশি সবার। পাঁচ ম্যাচের সবগুলোতেই খেলেছেন আফিফ, রান করেছেন ১০৯- যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং পুরো সিরিজে তৃতীয় সর্বোচ্চ। মিরপুরের ধীরগতির আর ‘ব্যাটসম্যানদের জন্য কঠিন’ উইকেটেও ১২২ ছাড়ানো স্ট্রাইক রেট অবশ্যই দারুণ। দ্বিতীয় ম্যাচে আফিফের অপরাজিত ৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই ম্যাচ জিতেছিল টাইগাররা।

এদিকে পুরো সিরিজজুড়ে আফিফ ছক্কা হাঁকিয়েছেন ৪টি, পুরো সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৫টি ছক্কা আছে অস্ট্রেলিয়ার ড্যান ক্রিস্টিয়ানের, যা তিনি চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারেই মেরেছেন। অর্থাৎ, সিরিজে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন আফিফই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে