রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ০৯:৫৭:০৫

আমাদের মারবেন না, ধ্বংস করবেন না, আমরা শান্তি চাই: রশিদ খানের করুণ আকুতি

আমাদের মারবেন না, ধ্বংস করবেন না, আমরা শান্তি চাই: রশিদ খানের করুণ আকুতি

মহা চিন্তিত রশিদ খান, নিজের দেশের বর্তমান অবস্থা নিয়ে। তার একাধিক টুইটে তা স্পষ্ট হয়ে উঠেছে। আজ রবিবার (১৫ আগস্ট) এক টুইট বার্তায় রশিদ লিখেছেন, ‘শান্তি।’ আর সেই টুইটে তিনি যে ইমুজি ব্যবহার করেছেন, তা বোঝাচ্ছে আফগানিস্তানের শান্তির জন্য প্রার্থনার আহ্বান।

এদিকে এর আগে গত ১০ আগস্ট জোড়া টুইট করেন রশিদ। সেখানে আফগানিস্তানে চলমান পরিস্থিতিকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে আর্তমানবতার সেবায় এগিয়ে এসে নিজের নামে গড়া রশিদ খান ফাউন্ডেশনে অনুদানের আহ্বান জানিয়েছেন।

এদিনই আরেক টুইটে তিনি বিশ্বনেতাদের আফগানিস্তানে শান্তি ফেরানোর আহ্বান জানান। রশিদ লিখেন, ‘প্রিয় বিশ্ব নেতারা, আমার দেশে বিগ্রহ চলছে। নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হচ্ছেন। বাড়িঘর সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাজারো পরিবার হয়ে পড়েছে গৃহহীন। আমাদের মারবেন না, ধ্বংস করবেন না। আমরা শান্তি চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে