মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১১:৫৯:২৯

ধন্য মাশরাফি এমন উদ্যোগ নেওয়ার জন্য

 ধন্য মাশরাফি এমন উদ্যোগ নেওয়ার জন্য

এই জন্যই দেশ-বিদেশে এতো জনপ্রিয় সকলের প্রিয় মাশরাফি। ন্যায়ের প্রতীক, অন্যায়ের সঙ্গে আপোষহীন এক বলিষ্ঠ কষ্ঠস্বর সাবেক ক্যাপ্টেন ও সাংসদ মাশরাফি বিন মর্তুজা। 

তার বাসার সামনে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কয়েকশ গ্রাহক বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তাদের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।

কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষহীন ম্যাশ একপর্যায়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন । শুধু তাদের পাশে থাকার প্রতিশ্রুতিই দেননি যথাসম্ভব সমাধানেরও আশ্বাস দিয়েছেন। তিনি গ্রাহকদের জানান, শুভেচ্ছা দূত হিসেবে ই-অরেঞ্জের সাথে তার ৬ মাসের চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। আইনি বাধ্যবাধকতা না থাকলেও গ্রাহকদের পাওনা আদায়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

মাশরাফি মুর্তজা বলেন, ই-অরেঞ্জের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। চুক্তি অনুযায়ী তাদের সঙ্গে আমার সব ধরনের লেনদেন শেষ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ছয় মাসের জন্য তাদের সঙ্গে আমার চুক্তি হয়। সেই চুক্তি মেয়াদ জুনে শেষ হয়েছে।

তিনি আরো বলেন, চুক্তি অনুযায়ী আমার ছয় মাস কাজ করার মধ্যে গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি। আমার চুক্তি শেষ হওয়ার পরই গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ আসতে শুরু করে।

তবে তিনি গ্রাহকদের এমন বিপদের সময়ে পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পক্ষে। যারা বিপদে পড়েছে আমি তাদের পাশে আছি। তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য আমি কাজ করে যাব।

তিনি বলেন, ই-অরেঞ্জের সিইও এর সঙ্গে কথা হয়েছে। তারা ১৯ তারিখ থেকে গ্রাহকদের পণ্য প্রদান করা শুরু করবে এবং যাদের চেক বাউঞ্জ হয়েছে তারা টাকা পাবে।এদিকে প্রতিষ্ঠানটির সিইওকে গ্রাহকদের সমস্যা সমাধানের জন্য ডিবি অফিসে ডাকা হয়েছে বলে জানান তিনি।  ধন্য মাশরাফি এমন উদ্যোগ নেওয়ার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে