মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১২:০৯:২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ আইসিসির, ১৭ অক্টোবর শুরু, যাদের বিরুদ্ধে প্রথম মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ আইসিসির, ১৭ অক্টোবর শুরু, যাদের বিরুদ্ধে প্রথম মাঠে নামবে বাংলাদেশ

করোনা মহামারীর মধ্যে অবশেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। সবচেয়ে বড় খবর শুরুর দিনই স্কটল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আর প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ অক্টোবর মাহমুদউল্লাহ রিয়াদরা নামবে ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।

১৭ অক্টোবর পর্দা উঠে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে বি গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। স্থানীয় সময় ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথম পর্বে এ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের চাম্পিয়ন আর রানার্সআপ দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে