মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ০৮:৫২:৫১

আসন্ন আইপিএল ও বিশ্বকাপ নিয়ে মুস্তাফিজের বার্তা

আসন্ন আইপিএল ও বিশ্বকাপ নিয়ে মুস্তাফিজের বার্তা

আবারো বসছে আইপিএল। এবার আরব আমিরাতে শেষ হবে আইপিএলের বাকী সিরিজগুলি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ অক্টোবর ফাইনাল ম্যাচ দিয়ে।

বাংলাদেশের দুই গর্ব সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের খেলার কথা আইপিএলের বাকী ম্যাচগুলিতে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলে খেলার জন্য আবেদন করলে অনুমতি পাবেন সাকিব ও মোস্তাফিজ।

এদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে ফিজ বলেছেন, ‘স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড সিরিজ, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি আত্মবিশ্বাসী। কারণ বর্তমানে আমি ভালো ছন্দে আছি। আশা করছি, এটিকে ধরে রাখতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যে, আইপিএলে খেলাটা আন্তর্জাতিক মঞ্চে ভালো করতেও অনেক সাহায্য করে। কারণ আপনি সেখানে সব সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেন। তাই আপনি যদি আইপিএলে ভালো করেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটও অনেক সহজ হয়ে যায়।’

তাই বিশ্বকাপের আগে আইপিএল খেললে সেটি ব্যক্তিগতভাবে অনেক ভালো হবে বলে মনে করেন ফিজ, এমন বার্তাই দিলেন তিনি। মুস্তাফিজ আরো বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে লড়াই করে। সেখানে যদি সফল হন, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। আমি নিশ্চিত, এবার যদি আইপিএলে ভালো করতে পারি, তাহলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে