বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ০৯:২২:৫১

আজ কাবুলে অনুশীলন করল আফগান ক্রিকেটাররা

আজ কাবুলে অনুশীলন করল আফগান ক্রিকেটাররা

ভয় আর আতঙ্কে ছিল আফগান ক্রিকেটাররা। আদৌ আবার মাঠে নামতে পারবে কীনা তা নিয়ে ছিল শঙ্কা। অবশেষে তাও দূর হলো, আজ কাবুলের মাঠে নেমে রীতোমতো অনুশীলন করেছের আফগান ক্রিকেটাররা।  আজ তাই প্রমাণ দেখাতে পারল তালেবানরা যে ক্রিকেটবিরোধী নয়।

তবে তাতে ক্রিকেটীয় কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি, ফলে স্বভাবতই ফিরেছে স্বস্তি। কাবুলেই ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

প্রায় এক দশকে রাজসিক উত্থান হয়েছে আফগানিস্তানের ক্রিকেটে। যুদ্ধ-বিগ্রহ লেগে থাকা দেশটিতে ক্রিকেটই এখন আনন্দের উপলক্ষ্য। তালেবানরা ক্ষমতা পাওয়ার পর ক্রিকেটে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না সেই শঙ্কা জেগেছিল। রশিদ খান, মোহাম্মদ নবীর মত ক্রিকেটাররা তালেবানদের পক্ষেও ছিলেন না।

এদিকে ক্ষমতা দখলের পর তালেবানরা কোনো নেতিবাচক প্রভাব না ফেলার আভাস দিয়েছে। ইতোমধ্যে দলটি বিশ্বকাপে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। ক্রিকেটাররা অনুশীলন শুরু করায় শঙ্কার মেঘ পুরোপুরি কেটে গেছে।

যদিও তালেবানদের দখল কার্যক্রম চলাকালে ক্রিকেটাররা মাঠে নামতে পারছিলেন না। দখলের অংশ হিসেবে স্টেডিয়ামগুলোতেও চলেছে তালেবানের মহড়া। এতে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে জেগেছিল শঙ্কা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে