শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ০৯:১৯:১৭

বাংলাদেশের আসন্ন বিশ্বকাপ; আশরাফুলের চমৎকার পরামর্শ

বাংলাদেশের আসন্ন বিশ্বকাপ; আশরাফুলের চমৎকার পরামর্শ

বলা চলে একেবারে নাকের ডগায় আসন্ন বিশ্বকাপ। তবে তার আগে বাংলাদেশের কয়েকটি খেলার ফলাফল পরবর্তী মাঠে নামতে যথেষ্ট ইতিবাচক ফলাফলে বিশেষ ভূমিকা রাখবে। উল্লেখ করার মতো জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়। 

তবে এই ক্ষেত্রে চমৎকার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে তরুণরা নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেও বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞদেরই প্রাধান্য দেওয়া উচিৎ বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। একইসাথে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের যথেষ্ট আত্মবিশ্বাস অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি।

তিনি আরো মনে করেন, বিশ্বকাপের মূল স্কোয়াডে অভিজ্ঞদেরই বেশি মূল্যায়ন করা উচিৎ। তিনি বলেন, ‘মূল স্কোয়াডে অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া উচিৎ। অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়া সিরিজে সবাই অনেক ভালো খেলেছে, কিন্তু ক্রিকেটাররা সেভাবে নিজেদের প্রকাশ করতে পারেনি। আরও ভালো খেলা উচিৎ যদি ভালো দল হতে হয়। লিটন দলে আসবে। হয়ত অস্ট্রেলিয়ার সাথে খেললে তাকেও সংগ্রাম করতে হত। মুশফিক থাকলে প্রতি ম্যাচে ১৫-২০ রানের কমতি হত না।’

তার মতে সীমিত ওভারের আরেক ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে সমীহ আদায় করতে সক্ষম হয়েছে, সেরকম দেখা যায়নি টি-টোয়েন্টিতে। স্বভাবতই এই ফরম্যাটে সমর্থকদের প্রত্যাশার চাপও কম। এই কম চাপকেই দলের ভালোর জন্য কাজে লাগানোর আহ্বান আশরাফুলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে