চমক নিয়ে এবার একসঙ্গে লাইভে আসছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান।
অবশ্য এর আগে কখনও একসঙ্গে লাইভে দেখা যায়নি তাদের। লাইভটি আজ (বুধবার) রাত ৮টায় প্রচারিত হবে ফ্রেশ মিল্ক পাউডার এবং ফ্রেশ প্রিমিয়াম টি’র ফেসবুক পেজে। জনপ্রিয় এই দুই তারকার সঙ্গে লাইভে আরো থাকবেন ‘টেন মিনিট স্কুল’ -এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
জানা গেছে, লাইভে তামিম-তাহসানের আড্ডা চলবে। তারা কথা বলবেন ক্রিকেট, গান আর নাটক নিয়ে। এর মাঝেই থাকছে নানান রকম আয়োজন ও চমক। এরসঙ্গে থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগও থাকছে। সবমিলিয়ে লাইভ আড্ডাটি বেশ উপভোগ্য হবে।