বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ০৯:৫৭:০৯

অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দল বাংলাদেশে যেভাবে ভুগেছে: হামিশ বেনেট

অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দল বাংলাদেশে যেভাবে ভুগেছে: হামিশ বেনেট

অস্ট্রেলিয়াকে নাস্তানাবোদ করে ছেড়েছে বাংলার টাইগাররা। এমন পরাজয় যা তারা ভাবতেও পারেনি। এ মাসেই সেই খড়া কাটিয়ে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।  

অসিদের হারিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগাররা। তবে অস্ট্রেলিয়া ঢাকা সফরে হেরে গেলেও পরাজয়ের গ্লানি নিয়ে দেশে ফিরতে চান না নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর থেকে কিউইদের বিপক্ষে টাইগারদের মাঠের লড়াই শুরু হবে। 

ঢাকায় এসে হোটেলে তিন দিনের কোয়ারেন্টিনে থাকা নিউজিল্যান্ড ক্রিকেট দলের তারকা খেলোয়াড় হামিশ বেনেট আতঙ্কের সুরে বলেন, অস্ট্রেলিয়ার মতো শীর্ষ পর্যায়ের দল বাংলাদেশে যেভাবে ভুগেছে, এরপর আমরা দেশে ফিরে বলতে চাই- বাংলাদেশে সিরিজ জিতে এসেছি।

বেনেট আরও বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো দেখতে ভালোই লেগেছে। আমার ধারণা, এবারো সে রকমই হবে। বাংলাদেশ আমাদের বিপক্ষে কেমন খেলবে, অস্ট্রেলিয়া সিরিজে সেটার একটা ধারণা পেয়েছি আমরা। আমরা এটার জন্য তাই কৃতজ্ঞ। তবে শুধু ধারণা থাকা এক ব্যাপার, আর এ কন্ডিশনে খেলা আরেকটা ব্যাপার। চার-পাঁচ দিন সময় আছে অনুশীলনের, এমন উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখনই নিউজিল্যান্ডে যায়, আমরা এমন উইকেট বানাই, যেখানে বাউন্স ও গতি আছে, যাতে তারা অস্বস্তিতে থাকে। আমরা এখন ঢাকায় আসায় তারা এমন উইকেট বানাবে যেখানে বাঁক থাকবে, যাতে আমরা অস্বস্তিতে থাকি। ব্যাপারটা দারুণ লাগে আমার কাছে।

বেনেট বলেন, বোলারদের জন্য এমন উইকেট দারুণ ব্যাপারই, অস্ট্রেলিয়া সিরিজ দেখে মনে হয়েছে, ১২০ রানের ম্যাচ হলে ব্যাটসম্যানরা অনুযোগ করবেই। তবে বোলারদের পরিসংখ্যানের জন্য তো ব্যাপারটা দারুণ। বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে সবুজ ও বাউন্সি উইকেটে খেলে। এখানে তাদের পক্ষে যাবে, এমন উইকেটই প্রত্যাশা করছি আমরা। তবে এ চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে