সফরের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। বাংলাদেশে পৌঁছে পেতে হলো করোনা আক্রান্তের দুঃসংবাদ। আপাদত মাঠে নামতে পারছেনা টপঅর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন। তার পরিবর্তে নতুন করে দেশ থেকে ডানহাতি পেসার ম্যাট হেনরিকে উড়িয়ে আনছে তারা।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজম্যান্ট। সোমবার (৩০ আগস্ট) নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন ২৯ বছর বয়সী পেসার হেনরি। আর দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণেই থাকবেন ফিন।