মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ১০:৪২:৫২

আগামীকাল বোর্ড সভা, সাকিব-মুস্তাফিজের জন্য সুসংবাদের বার্তা!

আগামীকাল বোর্ড সভা, সাকিব-মুস্তাফিজের জন্য সুসংবাদের বার্তা!

সুসংবাদের বার্তার ইঙ্গিত পাওয়া গেল বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজের জন্য। বর্তমান বিশ্বে আইপিএল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে জনপ্রিয়তার দিক দিয়ে। বাংলাদেশে দুই ক্রিকেটার সাকিব আর মুস্তাফিজ প্রায় নিয়মিত খেলে যাচ্ছেন আইপিএল। 

প্রাপ্ত তথ্যে জানা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাকি অংশে খেলার জন্য অনুমতি পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল-এর বাকি অংশ।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান এবং রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। আসরের প্রথম থেকেই রাজস্থান রয়েলসের হয়ে নিয়মিত খেলে আসছেন মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে প্রথম তিন ম্যাচে সুযোগ পাওয়ার পর বাকি ম্যাচ গুলোতে আর একাদশে জায়গা হয়নি সাকিবের। আইপিএল-এর বাকি অংশ খেলা দেখার জন্য ইতিমধ্যেই বিসিবির কাছে চিঠি দিয়েছে এই দুই ক্রিকেটার। আগামীকাল বোর্ড সভায় নেয়া হবে এই দুই ক্রিকেটারের আইপিএল-এর খেলার সিদ্ধান্ত।

তবে জানা গিয়েছে আইপিএলের খেলার জন্য এই দুই ক্রিকেটারকে অনুমতি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দুই ক্রিকেটারের প্রস্তুতি হিসাবেই আইপিএলের খেলার জন্য অনুমতি দিচ্ছে বিসিবি।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান কিছুদিন আগে এমন ইঙ্গিত দিয়েছেন। গত রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, “এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো একটা সুযোগ। আমাদের খেলোয়াড়রা আইপিএলের মতো উঁচু মানের একটা টুর্নামেন্টে যদি ওরা খেলে, ভালো পারফর্ম যদি করে… ওই কন্ডিশনে আমরা খেলবো, দল অনেক উপকৃত হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে