বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩:৪৪

স্বস্তির খবর এল আফগান ক্রিকেট টিমের কাছে, অনুমতি দিল তালেবান

স্বস্তির খবর এল আফগান ক্রিকেট টিমের কাছে, অনুমতি দিল তালেবান

তালেবানের কব্জায় আফগানিস্তান চলে আসার পর ক্রিকেট নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছিল। দুঃচিন্তার বহিঃপ্রকাশ ঘটেছিল একাধিক ক্রিকেটারের মুখেও। বলাবলি শুরু হয়েছিল আফগানিস্তানের ক্রিকেট খেলা বন্ধ হওয়া নিয়ে। শেষমেষ সবকিছুর অবসান হলো, আফগান ক্রিকেট টিমকে আর্ন্তজাতিক পর্যায়ে খেলার অনুমতি দিল তালেবান।

এদিকে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি মেনে সব ম্যাচ হবে৷ আফগান দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে৷
তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমাদ্দুল্লা ওয়াশিক জানান, আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ সূচি অনুযায়ীই চলবে। ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি জানান, তালেবানরা ক্রিকেট খেলা পছন্দ করে। তাই দেশের ক্রিকেটে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

ইতিমধ্যে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের সদস্যা রোয়া শামিম আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি ও তার বোন কোনওক্রমে আফগানিস্তান থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন। যদিও এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই বলেই জানিয়েছে আইসিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে