শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫:৫৩

২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

আগের সব হতাশা, সব গ্লানি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে টাইগাররা। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ এক লাফে র‌্যাঙ্কিংয়ে ১০ থেকে সাতে চলে এসেছে। সাকিবদেরও পেছনে এখন অস্ট্রেলিয়া। 

জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া তারপর আবার নিউজিল্যান্ডকে রীতিমতো নাকানি-চুবানি খাওয়াচ্ছে বাংলার দামাল ছেলেরা। আর এতে র‌্যাংকিংয়েও এসেছে সুখবর। সাত থেকে ছয়ে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ। অজিদের রেটিং পয়েন্ট ২৪০। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে আছে বর্তমানে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। যথাক্রমে বাংলাদেশের আগে থাকা বাকি দেশগুলো হলো পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে