সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৯:৩২

প্রধান নির্বাচক নান্নুর কণ্ঠেও অন্য সুর, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হয়নি!

প্রধান নির্বাচক নান্নুর কণ্ঠেও অন্য সুর, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হয়নি!

আগেই বলা হয়েছিল আজ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হবে। এটা হাওয়া থেকে পাওয়া কোন খবর ছিল না। খোদ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অপর নির্বাচক হাবিবুল বাশার সুমনই জানিয়েছিলেন, রোববারের মধ্যে বসে তারা দল চূড়ান্ত করে ফেলবেন।

এদিকে শনিবার বিকেলে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, রোববার তারা দল চূড়ান্ত করবেন। ৬ বা ৭ সেপ্টেম্বরের মধ্যেই হয়তো দল ঘোষণা হয়ে যাবে।

সকাল থেকেই সংবাদ কর্মীদের ছুটাছুটি ছিল কখন হচ্ছে বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা? সকাল, দুপুরে নাকি সন্ধ্যায়? খোঁজ নিয়ে মিললো হতাশার খবর।

সকাল গড়িয়ে দুপুর নামার আগেই বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‌‘নাহ, আজ দল ঘোষণার কোনোই সম্ভাবনা নেই।’

যিনি জানিয়েছিলেন ৬ সেপ্টেম্বরের মধ্যে দল পেয়ে যাবেন, সেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও অন্য সুর। আজ দুপুরে নান্নু জানান, ‘আমরা ৫ সেপ্টেম্বরের মধ্যে দল সাজানো আর ক্রিকেটার নির্বাচনের কাজ সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। তাই আজ আর দল ঘোষণার সম্ভাবনা নেই। আমরা বোর্ডে দলই জমা দেইনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে