সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০:৪৭

আর্জেন্টাইনরা মিথ্যুক : ব্রাজিলের গণমাধ্যম

আর্জেন্টাইনরা মিথ্যুক :  ব্রাজিলের গণমাধ্যম

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মাঠে নামে দুই দল। কোয়ারেন্টাইন বিতর্কে ম্যাচ মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়। সাইডলাইনে চলে হাতাহাতি ও বাকবিতণ্ডা। একটা সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ছেড়ে উঠে যান। শেষ পর্যন্ত ম্যাচটি মাঝপথে বাতিল হয়ে যায়।

মূলত কোয়ারেন্টাইন কাণ্ডে ম্যাচটি বাতিল হয়েছে। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল। 

ম্যাচ স্থগিতের পরপরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা। 
বিষয়টি নিয়ে ব্রাজিলের জনপ্রিয় অনলাইন পোর্টাল 'ইউওএল'-এ কলামিস্ট ডিয়েগো গার্সিয়া লিখেছেন, ‘এই মহামারিতে ফুটবল নিয়ে সবচেয়ে বড় কেলেঙ্কারির জন্ম দিল আর্জেন্টিনার মিথ্যুকরা।’

ব্রাজিলের আরেক সংবাদমাধ্যম গ্লোবো শিরোনাম করেছে 'বৈশ্বিক লজ্জা'। তবে গত তিনদিন কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি- সে প্রশ্নও তারা তুলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে