জুবায়ের আল মাহমুদ রাসেল: বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া আসরগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গত দুই বছর বন্ধ থাকলেও আগামী ২২ নভেম্বর তৃতীয়বারের মতো পর্দা উঠতে যাচ্ছে চার ছক্কার এই টুর্নামেন্টের। তাই তো এরই মধ্যে প্রতিটি দল নিজেদের দল গোছাতে ব্যস্ত। শোনা যাচ্ছে এবারের বিপিএলে সব চেয়ে বেশি দামে বিক্রি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট হলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। ধারণা করা হচ্ছে মাশরাফির পরে নতুন প্রতিভাবান ক্রিকেটার তৌহিদুল ইসলাম অনেকের চেয়ে বেশি দামে বিক্রি হতে পারেন।
ক্রিকেট বিশ্লেষকরা বলছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের বর্তমান ফর্মের ভিত্তি করে টাকা ইনভেস্ট করবে। সেই দিক থেকে তৌহিদুল ইসলাম চলতি জাতীয় ক্রিকেট লিগের ম্যাচগুলোতে অসাধারণ পারফর্মেন্স করছে। ফলে নতুন ক্রিকেটারদের দিকটা ভাবলে তৌহিদ নজর কড়া দামে এবারের বিপিএলে বিক্রি হতে পারেন।
উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনে স্বাগতিক রাজশাহীর সামনে জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্য দিয়েছে তৌহিদের বরিশাল। এর আগে ৩১ রানে ৬ উইকেট নিয়ে রাজশাহীর প্রথম ইনিংসটা ৯৩ রানে শেষ করে দিয়েছেন বরিশালের পেসার তৌহিদুল ইসলাম। এক তৌহিদুলেই শেষ রাজশাহীর প্রথম ইনিংস। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার নাজমুল হোসেনকে (শান্ত) ফেরান সোহাগ গাজী। প্রথম ইনিংসে রাজশাহীকে এক শর নিচে থামিয়ে দিতে বাকি কাজটা গোলাম কবিরকে সঙ্গে নিয়ে করেছেন তৌহিদুল। দুই পেসারের দাপটে মাত্র ২৪ রানে ৬ উইকেট হারায় স্বাগিতক দল। অধিনায়ক মুশফিকুর রহিম (৮০ বলে ৩২) লড়াইটা না করলে রাজশাহী হয়তো এক শর কাছাকাছিও যেত না। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬০ রানে অলআউট বরিশালও। অধিনায়ক ফজলে রাব্বি বিপর্যয়ের কারণটা জানেন, ‘আমরা একটু তাড়াহুড়া করেছি বলেই এই বিপর্যয়।’ গরমের কারণে আবারও ফিল্ডিংয়ে নামতে চাননি বলে ফলোফন করাননি রাজশাহীকে। তবে প্রথম ইনিংসের ৩০২ রানের সৌজন্যে রাজশাহীর সামনে ৩৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বরিশাল। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে রাজশাহীর রান বিনা উইকেটে ২৫।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ