বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৭:৫২

আমার চারটি মেয়ে-'আলহামদুলিল্লাহ' তবে আমার ছেলে থাকলে মাদ্রাসায় পড়াতাম: শহীদ আফ্রিদি

আমার চারটি মেয়ে-'আলহামদুলিল্লাহ' তবে আমার ছেলে থাকলে মাদ্রাসায় পড়াতাম: শহীদ আফ্রিদি

সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- ‘জামিয়া হাসসান ইবনে সাবেত (রা.)’ নামের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। 

বক্তব্যের শুরুতে ছোট কোমলমতি শিক্ষার্থীদের তিনি বলেন, তোমরা ইসলামের কত বড় কাজ করছ, তা হয়ত জান না। আমার চারটি মেয়ে-আলহামদুলিল্লাহ; তবে  যদি কোনো ছেলে থাকতো তাহলে তোমাদের সঙ্গে এখানে বসে থাকতো (মাদ্রাসায় পড়াতাম)। 

বর্তমানে দুটি জায়গায় মহান আল্লাহ ইসলামকে জীবিত রেখেছেন- তার একটি মাদ্রাসা বলে মন্তব্য করেন শহীদ আফ্রিদি। 

শিক্ষার্থীদের তিনি আরও বলেন, তোমরা পিতা-মাতাকে যেভাবে সম্মান করো ঠিক সেভাবে শিক্ষকদের সম্মান করলে দুনিয়া-আখিরাত উভয় জগতেই সফলতা অর্জন করতে পারবে। 

শিক্ষার্থীরা ইসলামের যে মহান ইলম ও জ্ঞান অর্জন করছে তা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, রাসুল (সা.) যে দাওয়াতী কাজ করেছেন সেটা এখন আমাদের করতে হবে; কেননা তারপরে তো আর কোনো নবী ও রাসুল পৃথিবীতে আসবেন না। তবে দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই ভালোবাসা ও ঔদার্য বজায় রাখতে হবে, কঠোরতা নয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে