বাংলাদেশ-নিউজিল্যান্ড টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের পরও সন্তুষ্ট নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। চতুর্থ ম্যাচে হারের ফলে সিরিজ থেকে ছিটকে গেল নিউজিল্যান্ড দল। ১-৩ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা। সিরিজ হারের দিনে বাংলাদেশ দলকে ছোট রানের টার্গেট দিয়েও খেলা শেষ ওভার পর্যন্ত গড়ানোকে স্বার্থকতা হিসেবে দেখছেন তিনি।
টম লাথাম বলেন, ‘আমরা ছোট রানে আটকা পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ১০০-১১০ করতে পারব। কিন্তু সেটা করতে পারিনি, এটা বাংলাদেশের ক্রেডিট। আবার শুরুতে কয়েকটি উইকেট হারানোর পর বাংলাদেশ চাপ যেভাবে সামলে খেলেছে সেটা প্রশংসার দাবিদার, বিশেষ করে মাহমুদউল্লাহর ফিনিশিং অনেক ভালো ছিল। আমাদের জন্য সন্তুষ্টির ব্যাপার একটাই যে, ম্যাচটি আমরা শেষ ওভার পর্যন্ত নিতে পেরেছি। দলীয় রানটা কম হলেও উইল ইয়ং ওর জায়গা থেকে অনেক ভালো খেলেছে।’
লাথাম আরও বলেন, ‘আমরা খুবই কম বয়সি একটি দল। আসলে এদের কারোরই আন্তর্জাতিক পর্যায়ে খেলার এত অভিজ্ঞতা নেই। সে হিসেবে হার বড় কথা নয়, আমরা তো কিছু হলেও শিখতে পারছি।’