শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪১:২৪

বাংলাদেশকে বড় টার্গেট দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশকে বড় টার্গেট দিলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শেষ করতে চেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপের আগে জয়ের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে করতে হবে ১৬২ রান। এমন লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৬১ রান। টম ল্যাথাম অর্ধশতক করেন।

শুরু থেকে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী খেলছিল নিউজিল্যান্ড। ৫ ওভারে বিনা উইকেটে স্কোর ৫০ পার করেছিল। ৬ষ্ঠ ওভারে এসে চমক দেখায় শরিফুল ইসলাম। পরপর উদ্ভোধনী জুটিকে ফেরান তিনি। ৫.৪ ওভারে ১৭ রানে রাচিন রবীন্দ্র ও ৫.৬ বলে ৪১ রানে ফিন অ্যালেনকে সাজ ঘরে পাঠান শরিফুল। এরপর থেকে কিছুটা হলে রানে গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বোলাররা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে