শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৬:০৮

আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় আমরা আগেই জানতাম: পাপন

আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় আমরা আগেই জানতাম: পাপন

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, তরুণ ক্রিকেটারদের নিয়ে এই ফরম্যাটে আলাদা স্কোয়াড করার পরিকল্পনা রয়েছে তার। এবিষয়ে তিনি বলেন, ওয়ানডেতে আমরা মোটামুটি একটা অবস্থানে এসেছি। কিন্তু টি-টোয়েন্টি ও টেস্টে অনেক পিছিয়ে। টি-টোয়েন্টিতে উন্নতির চেষ্টা করছি। ৬-৭ জন নতুন ছেলেকে নিয়েছি, আলাদা স্কোয়াড করতে চাচ্ছি। এটা একটা রূপান্তর প্রক্রিয়া। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এক বছরে আমাদের টি-টোয়েন্টিতেও শক্তিশালী একটা দল হবে। এ মুহূর্তে দল খুব শক্তিশালী তা না। যেকোনো ফরম্যাটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড আমাদের চেয়ে অনেক ভালো দল। এগুলো অস্বীকারের পথ নেই।”

শেষ ম্যাচে বাংলাদেশ কোথায় পিছিয়ে পড়েছে সেটিও ক্রিকেটারদের আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিসিবি প্রধান। শেষ ম্যাচে অধিনায়ক
মাহমুদউল্লাহর পাশাপাশি আফিফ ব্যাট হাতে নিজেকে প্রমাণ দিয়েছেন। তার ব্যাটিংয়ে বেশ মুগ্ধ নাজমুল হাসান পাপন।

“আমরা পাওয়ার-প্লেতে পিছিয়ে গিয়েছিলাম, এটা কভার করা কঠিন ছিল। তারপরও বলব এই সিরিজে বেশ কিছু জিনিস আমরা পেয়েছি। আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় আমরা আগেই জানতাম, আজ আবার পেয়েছি। রিয়াদ খুব ভালো পারফর্ম করছে। অধিনায়ক হিসেবে বেশিরভাগ ম্যাচে ভালো করছে এবং অবদান রাখছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে