রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৮:৩৮

এবার আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জয়লাভ

এবার আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জয়লাভ

যেন জয়ের ধারা শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের। কী জাতীয় দল, কী অনূর্ধ্ব ১৯ দল! আজ সিলেটে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের দেওয়া ১০২ রানের লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের তেমন বেগ পেতে হয়নি। দুর্দান্ত খেলে ২৭ ওভার হাতে রেখেই জয়ের দেখা পেয়েছে জুনিয়র টাইগাররা।

দুই ওপেনার জয়ের ভিত গড়ে দিলেও মিডল অর্ডারের ছন্নছাড়া ব্যাটিংয়ে হার চোখ রাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ৭০ রানে তৃতীয় উইকেট হারানোর পরে ৯৫ রানের ভেতর ৭টি উইকেট হারিয়ে বসে জুনিয়র টাইগাররা। একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতেই দলের জয়ের আশা জিইয়ে রাখেন আইচ মোল্লা।

দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন আইচ। তিনি ২৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ পায় ৭ উইকেটের জয়। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল ১০১/১০ (৪২.৩ ওভার)
সাবাউন ২৫, কামরান ১৮*;
নয়ন ৪/১৪, কিবরিয়া ২/১০,

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১০২/৭ (২৩.১ ওভার)
রবিন ৩১, নাবিল ২৪, আইচ ১৬*;
নাভিদ ৪/২৮, শহিদ ৩/৩০।

ফলাফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে