বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৭:৩২

লাইন-আপের দিকে তাকান, ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার দিয়ে ভরা একটি দল : ম্যাক্সওয়েল

লাইন-আপের দিকে তাকান, ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার দিয়ে ভরা একটি দল : ম্যাক্সওয়েল

দেখতে দেখতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন তাদের দলও ঘোষণা করেছে। তবে বিশ্বকাপের আগে সময়টা বেশ খারাপই গেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার। কিছু দিন আগে বাংলাদেশের সঙ্গে বাজেভাবে হারতে হয়েছে তাদের। যদিও সেই দলে ছিলেন না বিশ্বকাপের স্কোয়াডে থাকা সকল সদস্য। তারপরও এতো বড় টুর্নামেন্টের আগে পরপর দুটি সিরিজ হারাতে আত্মবিশ্বাস কিছুটা হলেও তলানিতে থাকবে অজিদের।

তবে দলটা অস্ট্রেলিয়া বলেই ভয়টা বেশি। এই দলে প্রায় সব ক্রিকেটারই এবারের আইপিএলে অংশগ্রহণ করছেন। চেনা কন্ডিশন ও দলে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথদের মতো তারকা ক্রিকেটার থাকায় ম্যাক্সওয়েল বলছেন বিশ্বকাপে তাঁদের থামানো প্রতিপক্ষের জন্য কষ্টদায়ক হবে।

“আমাদের লাইন-আপের দিকে তাকান, ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার দিয়ে ভরা একটি দল। এমন সব ক্রিকেটার আছে, নিজেদের দিনে যারা প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে। প্রতিটি দিনই আমাদের একেকজন ক্রিকেটারের সুযোগ দলকে জেতানোর। আমরা যদি তা নিতে পারি, তাহলে আমাদেরকে থামানো যে কোনো দলের জন্য কঠিন হবে।”

এবারের বিশ্বকাপে দুই গ্রুপে খেলবে ১২টি দল। র‍্যাঙ্কিংয়ের প্রথম আট দল সরাসরি খেলার সুযোগ পেলেও বাকি চার দল নির্ধারণ হবে বাছাই পর্বের মাধ্যমে। তবে সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাক্সওয়েল মনে করেন বিশ্বকাপে অংশগ্রহণ করা কেউই ছোট দল নয়।

“বিশ্বকাপে অংশগ্রহণ করা কেউই দুর্বল দয় নয় এবং আমরা সেটা জানি। আমরা এটাও জানি আমাদের দিনে যে কাউকেই হারাতে পারব। উভয় গ্রুপেই কঠিন প্রতিপক্ষ রয়েছে। যেটা আগে বললাম বিশ্বকাপে দুর্বল দল বলতে কিছু নেই তাই সব ম্যাচই আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে