সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৬:২১

একটা বিশ্বকাপ জিততে পেরেছি, এবার আসল বিশ্বকাপ, ইনশাআল্লাহ আমরা আশাবাদী : শামীম হোসেন

একটা বিশ্বকাপ জিততে পেরেছি, এবার আসল বিশ্বকাপ, ইনশাআল্লাহ আমরা আশাবাদী : শামীম হোসেন

এক লাফে এখন জাতীয় দলে তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী। পূর্বের অবদান কিন্তু কম নয়, যুব বিশ্বকাপ জয়ে তার ভূমিকা কিন্তু বিশাল। আর তাই তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন চাঁদপুরের এই ক্রিকেটার।

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে অনুশীলনের আসেন শামীম হোসেন। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তিনি।

এই সময় শামীম হোসেন বলেন, “বিশ্বকাপের লক্ষ্য বলতে যেহেতু এবার আমি প্রথমবার সুযোগ পেয়েছি এখনোও সেভাবে তেমন কিছু চিন্তা করিনি। আমি দলের সাথে যেতে পারছি, এটাই আমার কাছে বড় কিছু। জুনিয়র হিসেবে দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

বিশ্বকাপের মতো বড় আসর, সেখানে চ্যালেঞ্জটাও থাকবে বেশি। সেটি আন্দাজ করতে পারছেন শামীম। তিনি বলেন, ‘আসলে এটা অনেক বড় একটা মঞ্চ। এখানে বিশ্বমানের অনেক খেলোয়াড় থাকবে। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে।’

খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জিতেছেন শিরোপা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে অভিজ্ঞতা কাজে লাগবে কতটা? শামীমের আশাবাদী উচ্চারণ, ‘হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমরা একটা বিশ্বকাপ জিতে আসতে পেরেছি, এবার আসল বিশ্বকাপ, ইনশাআল্লাহ আমরা আশাবাদী ভালো কিছু আনবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে