মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৮:২৮

হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ইনজামাম

হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ইনজামাম

স্পোর্টস ডেস্ক : গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। হৃদরোগে আক্রান্ত তিনি। ইতিমধ্যে হাসপাতালে ভরতি করতে হয়েছে তাকে। সেখানেই ইনজামামের অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছে। পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে ‘ব্লকেজ’ রয়েছে।

ইনজামামের ম্যানেজার জানান, গত তিন দিন ধরেই সাবেক ক্রিকেটার তথা পাকিস্তানের নির্বাচক বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। এমনকী তার বেশ কতগুলি টেস্টও করা হয়। কিন্তু চিকিৎসকরা জানান, তাতে চিন্তার কিছু নেই। গত কয়েকদিন ইনজামাম বাড়িতেই ছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে ‘ব্লকেজ’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন। ইনজামামের অসুস্থতার খবর পাক ক্রিকেট তথা গোটা ক্রিকেটবিশ্বের ভক্তরা রীতিমতো চিন্তায়। 

প্রাক্তন পাক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা, প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাকিস্তানের সফল ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম অন্যতম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। একদিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে  ১১,৭০১ রান করেছেন। টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তার সংগৃহীত রান ৮,৮২৯।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে