বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১০:৫১:১৭

তার কাধেই নির্ভর করে আর্জেন্টাইনদের হাসি ও কান্না!

তার কাধেই নির্ভর করে আর্জেন্টাইনদের হাসি ও কান্না!

২০০৫ সালে তার অভিষেক হয় আর্জেন্টিনার জার্সিতে, ২০০৯ সালে প্রথমবার তিনি মাঠে নামেন বিখ্যাত ১০ নাম্বার জার্সি পরে। এরপর থেকেই যেন ছোট্টো কাধে বয়ে বেড়াচ্ছেন পুরো দেশ কে। তার কাধেই নির্ভর করে আর্জেন্টাইনদের হাসি ও কান্না।
বিকল্প ছিল না গতকালের ম্যাচেও.

২ বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিপক্ষে মেসির জাদুতে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। তাতে মজবুত হয়েছে নিজেদের পয়েন্ট তালিকায় ২য় স্থানও। দীর্ঘ সময় ধরেই আর্জেন্টিনা ভুগছিলো এক পরিপূর্ণ দলের অভাবে। অবশেষে আর্জেন্টিনা পেয়েছে এক পরিপূর্ণ দল, তাতে ঘরে উঠেছে বহুল আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপা। জুলাইয়ে ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা স্পর্শ করে আলবিসেলেস্তেরা।

এরপর থেকেই যেন দারুন ছন্দে আছে তারা। গতকাল উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। তাতে গত ২৪ ম্যাচ ধরেই অপরাজিত রইলো স্কলানীর শিষ্যরা।

৩-০ ব্যবধান দেখে ম্যাচ টা যত সহজেই জয় হয়েছে মনে হয়, ততটাও সহজে ম্যাচ টি জিততে পারেনি আর্জেন্টিনা। প্রথম ২০ মিনিটে বার বার পরীক্ষা দিয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। সুয়ারেজের শট আটকে দেয়ার পর তার রিয়্যাকশন বলে দিচ্ছিলো কতটা দারুন ছিলেন এই খেলোয়ার।

ম্যাচে পাল্টা আক্রমনে কম যাচ্ছিলো না মেসিরা, তবে ফলাফল আসছিলো না নিজেদের পক্ষে। অবশেষে ম্যাচের ৩৭ মিনিটে মেসি বল বাড়ায় সতীর্থের উদ্দেশ্যে, তার দলের খেলোয়ার বল পর্যন্ত পৌছাতে না পারলেও বল টা বুঝতে পারেনি গোলকিপার, তাতে গোল হয়ে গেলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিরতির আগ মুহূর্তে আবারও গোল করে আর্জেন্টিনা, যার উৎস সেই মেসিই। তার পা থেকে বল যায় লাউতারো মার্টিনেজের কাছে। সেটা তিনি মিস করলে দৌড়ে গিয়ে বল জালে জড়িয়ে দেয় রদ্রিগো ডি পল।

গতকাল যারা তার খেলা দেখেছেন তারা নিশ্চিত ভাবেই প্রশংসা করবেন ডি পলের। এ যেন 'যেখানেই যাবে বল, সেখানেই রদ্রিগো ডি পল!'  ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। ফিরে এসে নিজেদের আক্রমন বজায় রাখে তারা। ৬২ মিনিটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। এবারও গোলের উৎস মেসি। তার পা থেকে বল যায় ডি পলের কাছে, সেখান থেকে তিনি বল বাড়িয়ে দেন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ কে। তাতে ব্যবধান ৩-০ করেন তিনি।

এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে ২য় অবস্থানেই রইলো মেসির দল। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এবার প্রথম পয়েন্ট খোয়ায় ব্রাজিল। যদিও শীর্ষে থাকা দলটির পয়েন্ট ২৮। ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান এখন বেশ নিরাপদেই আছে বলা যায়। কেননা ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে ৩য় ও ৪র্থ দল। তাই অন্যদের তুলনায় তারা কিছু টা নিরাপদ সেই কথা বলাই যায়।

বিশ্বকাপ বাছাইয়ে এই যাত্রায় আর্জেন্টিনা খেলবে আরও একটি ম্যাচ যেখানে তাদের প্রতিপক্ষ পেরু। ১৫ তারিখের ম্যাচে ভোর ৫ টা ৩০ মিনিটে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। এরপর তাড়া উড়াল দিবে ক্লাবের উদ্দেশ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে