স্পোর্টস ডেস্ক: আপনাদের কি মনেহয়, গোল শুধু মেসি এবং রোনালদোই করবে? নাকি অন্যরাও গোল করে রেকর্ড করবে? বর্তমান ফুটবল বিশ্ব যখন মেসি এবং রোনালদোর চাদরে ঢাকা। তখন অন্য তারকা ফুটবলারের কথা হয়তো কারো মনেই নেই। তেমনই একজন তারকা ফুটবলার ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ফ্রান্সেকো টট্টি।
সাসোলোর বিপক্ষে স্তাদিও অলিম্পিকোতে রোববার সিরি-আ লীগে ২-২ গোলের ড্র ম্যাচে গোল করে রোমার হয়ে ৩০০তম গোলের গর্বিত মালিক হয়েছেন অধিনায়ক ফ্রান্সেকো টট্টি। সেই সাথে মেসি-রোনালদোর মতো তিনিও তিশ’র ঘরে নিজের নাম খোদায় করে লিখালেন। আগামী সপ্তাহে ৩৯ বছর বয়সে পা রাখতে যাওয়া ইতালির সাবেক এই স্ট্রাইকার বিরতির নয় মিনিট আগে মিরালেম পানিচের পাস থেকে গোল এই মাইলফলক স্পর্শ করেন।
যদিও প্রতিপক্ষ সাসোলো দাবী জানিয়েছিল গোলের সময় টট্টি সুস্পষ্ট অফ-সাইড পজিশনে ছিলেন। কিন্তু তাদের সেই আবেদনে সাড়া দেননি রেফারী। এই গোলের সঙ্গে সঙ্গে ঘরের মাঠের দর্শকরা তাদের দীর্ঘদিনের তারকার প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পুরো পেশাদার ক্যারিয়ারে টট্টি রোমা ছাড়া অন্য কোন ক্লাবে খেলেননি। ১৯৯৩ সালের ২৮ মার্চ ব্রেসিয়ার বিপক্ষে সিরি-আ লীগে গিয়লোরোসিদের হয়ে অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সী টট্টির। তারপর থেকে আর কোথাও যাননি এই তারকা স্ট্রাইকার। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের পরে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানান টট্টি। সিরি-আ লীগে তার গোলসংখ্যা ২৪৪টি। নিজের ঘরের ক্লাবের হয়ে তিনি একটি সুডেটো ও দুটি কোপা ইতালিয়া শিরোপা জয় করেছেন। গোল ডটকম
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ