বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ০১:৩৯:১৯

বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ

বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ

বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলেও হেরে গেছে ওমান। অসাধারণ বল করে বাংলাদেশকে অলআউট করতে সক্ষম হয় বিলাল খান ও ফয়েজ বাটরা। ১৫৩ রানেই থেমে যায় বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে এমন দুর্দান্ত খেলেও হেরে যাওয়ায় অনেকটাই হতাশ ওমান দলের অধিনায়ক জিশান মাকসুদ। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই হতাশাই ঝরল তার মুখে। 

তিনি বলেন, ‘বাংলাদেশের ছোড়া লক্ষ্য পার করা আমাদের জন্য অসম্ভবের কিছু ছিল না। শুরুতে ও মাঝে যেভাবে ব্যাট করেছি আমরা তাতে লক্ষ্যে পৌঁছানো যেত। কিন্তু শেষ ৫-৬ ওভারে আমরা সঠিক পথে ছিলাম না। ওই সময়টায় বেশ কয়েকটি উইকেট হারিয়েছি আমরা। আর এর সমস্ত কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। বলতে গেলে ১৫-১৬ ওভার পর্যন্ত চালকের আসনে আমরাই ছিলাম। ৩৬ বলে ৫০ রানের দরকার ছিল আমাদের। আর এটা পূরণ করা কঠিন কোনো বিষয় ছিল না।’ 

নিজ দেশের সমর্থকদের উদ্দেশে জিশান মাকসুদ বলেন, ‘হোম ম্যাচে সমর্থকদের সামনে খেলা কোনো চাপ নয়, বরং এটা দলকে উজ্জীবিত করে। কিন্তু আমরা তাদের খুশি করতে পারিনি। কিন্তু সব শেষে এটাই ক্রিকেট। এটা একটা খেলা মাত্র। আমরা আবার ভালো খেলে জয় আনব, দেশের ক্রিকেট সমর্থকদের মুখে হাসি ফোটাব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে