শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ০৭:৩১:২৪

এবার এক কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ দল!

এবার এক কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ দল!

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডের সঙ্গে হেরে গিয়ে। একপর্যায়ে পরবর্তী রাউন্ডে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে নামতে হয়েছিল সাকিব-রিয়াদদের। শেষমেষ একেবারে খাদের কিনারা থেকে নিজেদের আবারো রক্ষা করতে পেরেছেন টাইগার ক্রিকেটাররা। ওমান ও সর্বশেষ পাপুয়া নিউগিনিকে হারিয়ে এখন সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। 

এদিকে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর। ২ গ্রুপে ভাগ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে খেলবে বারোটি দল। অবশ্য আগে চূড়ান্ত হয়ে রয়েছে ৮ দল। প্রথম গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ খেলবে প্রথম গ্রুপে। আর এতে এবার টাইগারদের এই শক্তিশালী দলগুলিকে মোকাবেলা করতে কঠিন পরীক্ষা দিতে হবে! এখন দেখার পালা, কী করতে পারেন সাকিব-রিয়াদরা। পূরণ করতে পারেন কিনা কোটি ভক্তদের মনের ইচ্ছ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে