শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ১০:৫১:০৭

আগে কখনও যা ঘটেনি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তাই ঘটল, খেলা শেষে মাঠেই কান্না!

আগে কখনও যা ঘটেনি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তাই ঘটল, খেলা শেষে মাঠেই কান্না!

আগে কখনও যা ঘটেনি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তাই ঘটল, খেলা শেষে মাঠেই কান্না! এমনটিই ঘটেছে আজকের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মাঠে। প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত! তাক লাগানো খেলা খেলেছন নামিবিয়ার ক্রিকেটাররা। অবিশ্বাস্য আট ৮ উইকেটের বিশাল জয় নিয়ে তারা নিশ্চিত করলো সুপার টুয়েলভ।  এমন জয় তো আনন্দ দিবেই। তাই তো জয়ের পর মাঠেই আনন্দে কান্না করে দেন নামিবিয়ার খেলোয়াড়রা। মূলপর্বে ওঠার লড়াইয়ে তারা যে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশকে হারিয়েছে!

এদিকে প্রথমে টস জিতে ভালো শুরুই করে আয়ারল্যান্ড। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। ধরে নেওয়া হচ্ছিল ভালো অবস্থানে যাবেন তারা। কেন হবে না! ওপেনার পল স্টার্লিং ২৪ বলে করেন দুর্দান্ত ৩৮ রান। আরেক ওপেনার ফেরেন ২৫ রান করে। এছাড়া দলের অধিনায়ক অ্যান্ডি বালবিরিনি ২১ রান করেন। এরপরের ব্যাটসম্যানরা মূলত আসা-যাওয়ার মিছিলে নামেন। বাকি সাত ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ফলে ১২৫ রানেই থামতে হয় আইরিশদের। কিন্তু শেষ হাসি জুটল নামিবিয়ার কপালে। জয় নিয়ে মাঠ ছাড়লেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে