বৃহস্পতিবার, ০৪ নভেম্বর, ২০২১, ০৮:৩৪:৫৭

একসঙ্গে দুঃসংবাদ সাকিব-মেহেদী ও মুস্তাফিজের জন্য!

একসঙ্গে দুঃসংবাদ সাকিব-মেহেদী ও মুস্তাফিজের জন্য!

মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে নিজেদের অবস্থানের শক্ত প্রতিফলন দেখিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। পুরস্কারস্বরুপ আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নিজেদের নাম উঠান সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দারুণ বোলিং করে শীর্ষ দশে ঢুকে পড়েন আরেক টাইগার ক্রিকেটার স্পিনার শেখ মেহেদী হাসানও।

তবে এখন একসঙ্গে দুঃসংবাদ পেলেন সাকিব-মেহেদী ও মুস্তাফিজ! ধরে রাখতে পারলেন না তাদের অবস্থান। গত বুধবার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি র‍্যাংকিং তালিকা হালনাগাদ করেছে আইসিসি। সেখানে বোলার ক্যাটাগরিতে ৭৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা ডি সিলভা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার শামসির পয়েন্ট ৭৭০।

তিন টাইগার ক্রিকেটার সাকিব ৩ ধাপ পেছনে নেমে ১১তম স্থানে, শেখ মেহেদী পাঁচ ধাপ পেছনে নেমে ১৪তম এবং মুস্তাফিজ ছয় ধাপ পেছনে নেমে ১৬তম স্থানে অবস্থান করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে