সোমবার, ০৮ নভেম্বর, ২০২১, ১১:৪৯:১০

নতুন এক ইতিহাসের পাতায় নাম লেখালেন রশিদ খান

নতুন এক ইতিহাসের পাতায় নাম লেখালেন রশিদ খান

যুদ্ধ বিধ্বস্ত আফগানে বড় হয়েছেন রশিদ খান। ছিল না জীবনের নিরাপত্তা, ছিল না অর্থনৈতিক সাপোর্ট। এমন এক পরিবেশে বড় হয়েও নিজের প্রতিভা দিয়ে আজ বিশ্বসেরা ক্রিকেটারদের একজন। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকালের খেলায় নতুন এক ইতিহাসের পাতায় নাম লেখালেন এই ঘুর্ণিযাদুকর। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানে লেগ স্পিনার রশিদ খান। মাত্র ২৩ বছর বয়সেই চারশর ঘরে পৌঁছে গেছেন রাশিদ খান।

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ। তার আগে এই মাইলফলক ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ডোয়েন ব্র্যাভো ও সুনীল নারিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে