মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ১১:৫৮:৩৬

বাংলাদেশ না পেলেও সুযোগ পেয়েছে পাকিস্তান!

বাংলাদেশ না পেলেও সুযোগ পেয়েছে পাকিস্তান!

শেষ পর্যন্ত পুরোপুরি পূর্ণ হলো না বাংলাদেশের আশা। দেশের কোটি কোটি দর্শক তাকিয়ে ছিল আইসিসির বিশ্ব আসর আয়োজনের নতুন চক্রে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের দিকে। আর সেই জন্য এককভাবে বিডও করেছিল বাংলাদেশ। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপের জন্য বিড করেছিল যৌথভাবে। শেষ পর্যন্ত হতাশ হওয়ার মতো খবর এলো যে এককভাবে কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেল না বাংলাদেশ। ৮ বছরের নতুন এই চক্রে একটিমাত্র ওয়ানডে বিশ্বকাপ পেয়েছে বাংলাদেশ, সেটাও ভারতের সঙ্গে যৌথভাবে। ঘরের মাঠে বিশ্বকাপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩১ সাল পর্যন্ত!

বিসিবি সভাপতি আরো জানিয়েছিলেন যে, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিডে আমরা আলাদাভাবে অংশগ্রহণ করেছি। এজন্য যে কয়টি স্টেডিয়াম দরকার তা আমাদের আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিড করেছি। এককভাবে আয়োজনের জন্য যে পরিমাণ স্টেডিয়াম দরকার তা আমাদের নেই, দুইটি দেশ মিলে করতে হবে। ওয়ানডেতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান মিলে বিড করেছি। আর টি-টোয়েন্টিতে করেছি শ্রীলঙ্কার সাথে।'

এদিকে বাংলাদেশ না পেলেও পাকিস্তান একক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে। যে দেশটিতে জঙ্গি উপদ্রবের কারণে এক দশক আন্তর্জতিক ক্রিকেট বন্ধ ছিল, তারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে। ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক প্রতিবেশি দেশ ভারত। বাংলাদেশ ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল। আগামীতে অনেক ছোট দেশও এই আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে