বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ১০:৩৬:৩৪

ভায়রা ভাইয়ের জন্য মুশফিক সেই দিন করতে পারলেও আজ ব্যর্থ রিয়াদ!

ভায়রা ভাইয়ের জন্য মুশফিক সেই দিন করতে পারলেও আজ ব্যর্থ রিয়াদ!

পর পর ব্যর্থতায় শেষ পর্যন্ত বাদ পড়লেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। আর এই ব্যাপারে সংবাদমাধ্যরেম প্রশ্নের মুখেও মুখ খুললেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, টিম ম্যানেজমেন্টকে এ বিষয়ে প্রশ্ন করতে। অবাক করা বিষয় হলো, অধিনায়ক নিজেই টিম ম্যানেজমেন্টের অংশ। কিন্তু মাহমুদউল্লাহর উত্তর বলছে, টিম ম্যানেজমেন্টের অংশ নন তিনি। তার কথায় স্পষ্ট ইঙ্গিত সিদ্ধান্তটা বাকিরা নিয়েছেন, যেখানে তার সায় ছিল না। তবে তিন ম্যাচের সিরিজে মুশফিককে মিস করবেন বলেই জানান তিনি।

টি-টোয়েন্টি দল থেকে মুশফিকের বাদ পড়া সম্পর্কে জানতে চাইলে মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে।’গণমাধ্যমে মুশফিকের মন্তব্যের কথা তুলতেই থামিয়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দেখেন মুশফিক কি বলেছে আমি নিজেও জানিনা। আগে দেখি, তারপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারবো।’ 

পরোক্ষভাবে ভায়রা ভাইয়ের বাদ পড়ায় নিজের বিরাগের বিষয়টি স্পষ্ট করে দেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি বলেছেন, ‘আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’

মাহমুদউল্লাহর ক্যারিয়ারও ২০১৪ সালে বাজে ফর্মের কারণে সংকটে পড়েছিল। তখন অধিনায়কের দায়িত্বে থাকা মুশফিকই অগ্রজকে তখন সরাসরি সমর্থন দিয়ে দলে রেখেছিলেন। এবার অনুজের ক্ষেত্রে যেটা পারেননি মাহমুদউল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে