বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ০১:১২:০২

তাক লাগানো ব্যাটিং আশরাফুলের

তাক লাগানো ব্যাটিং আশরাফুলের

মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের অনবদ্য এক ক্রিকেটারের নাম। টাইগারদের সাবেক অধিনায়ক আবারো খেলছেন চলতি জাতীয় ক্রিকেট লিগে। তাক লাগানো ব্যাটিং করলেন এবারের জাতীয় লিগের ষষ্ঠ ও সর্বশেষ রাউন্ডের শেষ দিনের খেলায়।  ৭১ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হয়েছেন এই ক্রিকেটার।

এদিকে সিলেটে বরিশাল বিভাগের বিপক্ষে লড়ছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে বরিশাল জড়ো করে ৩৩৩ রান। সেই ইনিংসে মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন আশরাফুল। এরপর রাজশাহী জড়ো করে ৪২১ রানের পাহাড়।

আর সেই পাহাড়ের বিপরীতে খেলতে নেমে বরিশাল ভালো লড়াই করছে। এই প্রতিবেদন লেখার সময় নিজেদের দ্বিতীয় ইনিংসে দলটি জড়ো করেছে ১২৬ রান, ১ উইকেট হারিয়ে। বরিশালকে দারুণ শুরু এনে দেওয়া আশরাফুল ফিরেছেন সাজঘরে। তবে সাজঘরে ফেরার আগে পূর্ণ করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ৩৭তম অর্ধশতক।

অর্ধশতক হাঁকিয়ে আশরাফুল ইঙ্গিত দিচ্ছিলেন শতকেরও। যদিও আশরাফুলকে থামতে হয় ৭১ রানে। তার আগে ১০৯ বলের মোকাবেলায় হাঁকান ১২টি চার। মোহাইমিনুল খানের বলে জুনায়েদ সিদ্দিকীর হাতে ক্যাচ তুলে দিলে থেমে যায় আশরাফুলের সম্ভাবনাময় ইনিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে