বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১০:৪৮:৫৮

বিদায় বেলায় ক্রিকেটে যে চমৎকার স্মৃতির কথা বললেন মাহমুদউল্লাহ

বিদায় বেলায় ক্রিকেটে যে চমৎকার স্মৃতির কথা বললেন মাহমুদউল্লাহ

শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ তিনি জানিয়ে দিলেন হারারেতে তার শেষ টেস্টটি খেলে ফেলেছেন।
এই টাইগার ক্রিকেটার এক বিবৃতিতে বলেছেন, এত বছর পর ক্রিকেটের কোনো সংস্করণকে বিদায় বলাটা সহজ নয়। আমি সব সময়ই মাথা উঁচু করে থাকতে চাই। আমি মনে করি আমার জন্য এটিই টেস্ট ক্রিকেটকে বিদায় বলার উপযুক্ত সময়।

মাহমুদউল্লাহ টেস্টকে বিদায় বলার দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন। তার ভাষায়, বেশ কিছু দিন দলের বাইরে থাকার পর আমি যখন টেস্ট দলে ফিরি, তখন তিনিই আমাকে সমর্থন দিয়েছেন। 

বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ সতীর্থদেরও ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, তারা সব সময়ই আমার সামর্থ্যের প্রতি আস্থা রেখেছে। বাংলাদেশের হয়ে টেস্ট খেলাটা সব সময়ই দারুণ সম্মান ও গৌরবের বিষয়। আমি এই চমৎকার স্মৃতি নিয়েই থাকতে চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে