বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১১:৩১:০৪

বিরাটকে হারিয়ে দিয়ে নতুন রের্কডে রিয়াদ!

বিরাটকে হারিয়ে দিয়ে নতুন রের্কডে রিয়াদ!

এবার নতুন এক রের্কডের খাতায় নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ, তা-ও আবার ভারতের সফল অধিনায়ক বিরাট কোহলিকে। 
এই বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক মোহাম্মদ রিজওয়ান, আমরা এটা সবাই জানি। তার পরে এই তালিকায় দ্বিতীয়তে আছেন তারই সতীর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সব মিলিয়ে শীর্ষে না থাকতে পারলেও অধিনায়ক হিসেবে বিশ্বের মধ্যে শীর্ষ রান সংগ্রাহক অবশ্যই বাবরই৷ আর তার পরেই আছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান করা অধিনায়ক এতোদিন ছিলেন ভারতের বিরাট কোহলি। ২০১৯ সালে তিনি করেছিলেন ৪৫৬ রান। চলতি বছর সেটাকে টপকে শীর্ষে উঠেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর আজম এবছর রান করেছেন ৮৩৪*। ২৬ ইনিংসে করা তার এই রানের রেকর্ড হয়ত ভাঙতে পারবেনা আর কেউ।

শুধু বাবরই নন, কোহলিকে টপকে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এবছর ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগার কাপ্তান করেছেন ৪৮৩* রান। যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে