মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ০১:৫৫:৫৭

২ ইনিংস মিলিয়ে মাত্র ৬ রান করা মমিনুল বললেন, পিচটা ব্যাটিং বান্ধব ছিল

২ ইনিংস মিলিয়ে মাত্র ৬ রান করা মমিনুল বললেন, পিচটা ব্যাটিং বান্ধব ছিল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টেস্টের পঞ্চম ও শেষদিনে বাংলাদেশের দেওয়া ২০২ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় পাকিস্তান।

এদিকে সব ফরম্যাট মিলিয়ে এটি টাইগারদের টানা নবম হার। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মমিনুল বলেন, ‘আমরা প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের প্রথম এক ঘন্টা বাজে খেলে ম্যাচটা হেরে গেছি। মুশফিকুর রহীম ও লিটন দাস দুর্দান্ত ব্যাট করেছেন। পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল।’

এ সময় তিনি আরও বলেন, ‘তাদের (পাকিস্তানিদের) বিশেষ করে আফ্রিদি ও হাসান আলীকে কৃতত্ব দিতে হয়। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে।’

এদিকে চট্টগ্রাম টেস্টের পিচকে ব্যাটিং-বান্ধব বলা মমিনুল নিজেই অবশ্য ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মেরেছেন ‘ডাক’। তার মতো সংগ্রাম করেছে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই। ফলে টি-টোয়েন্টির মতো হার দিয়েই টেস্ট সিরিজ শুরু করল টাইগাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে