সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৯:৩৪:৪৫

ইভেন উইকেটে আলগা বল করলে আর রক্ষা নেই: আশরাফুল

ইভেন উইকেটে আলগা বল করলে আর রক্ষা নেই: আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তরুণ টাইগার ক্রিকেটারদের সবচেয়ে সফল মোহাম্মদ আশরাফুল। চার-ছক্কা মারা যার পানির মতো ছিল। বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক হিসেবে একেবারে খারাপ করেননি তিনি। এদিকে নিউজিল্যান্ডে চলছে টাইগার বাহিনীর টেস্ট সিরিজ। প্রথম খেলায় জয়ী হলেও দ্বিতীয় টেস্টে বেশ চাপে মুমিনুলরা। এদিকে এনিয়ে কথা বলেছেন টাইগার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

তিনি বুঝিয়ে দিয়েছেন, আসল পার্থক্যটা হলো কন্ডিশন। বাংলাদেশের ক্রিকেটাররা মাউন্ট মঙ্গানুইয়ের কন্ডিশনের সঙ্গে নিজেদের খুব ভালভাবে মানিয়ে নিতে পারলেও ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এসে পারেনি। খাবি খাচ্ছে। কারণ এই কন্ডিশনের সাথে অ্যাডজাস্টমেন্টটা ভাল হয়নি।

তার ব্যাখ্যা, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ডাবল বাউন্স ছিল। ওই ধরনের উইকেটে বল লাফিয়েও উঠবে। আবার নামবেও; কিন্তু এখানে শুধু উঠবে। নামবে না। আন ইভেন বাউন্সের পিচে আপনি বাজে বল করে আলগা ডেলিভারি দিয়েও বেঁচে যাবেন। তবে ইভেন উইকেটে আলগা বল করলে আর রক্ষা নেই। এখানে তাই হয়েছে। আমরা ভাল বোলিংও করিনি। বেশ আলগা বল ছুঁড়েছি। কিউরা ওভারপিছু প্রায় ৪ করে রান করেছে।

ওপেনার সাদমানের আউট হওয়ার উপমা টেনে আশরাফুল বলেন, ‘এ উইকেটে কখনো লেন্থ আবার কোন সময় লাইনটা বড় ফ্যাক্টর। দেখে সাদমান আজ লেগ মিডলে থাকা বলকে কী সুন্দরভাবে ডিফেন্স করেছে। কিন্তু যখনই বল লেগ মিডলে না পড়ে অফস্ট্যাম্প ও তার আশপাশে পড়েছে, তখন ওই লেন্থের ডেলিভারিতেই সে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছে। লেন্থ এক ছিল। শুধু লাইনটাই ছিল ভিন্ন। ফোর্থ স্ট্যাম্পে খেলতে গিয়ে আউট হয়েছে সাদমান। ছেড়ে দিলেই বেঁচে যেত; কিন্তু অফস্ট্যাম্প ও তার আশপাশের বলে ওই অ্যাডজাস্টমেন্টটাই আসল। সেটা সহজ কাজ নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে