রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ০৪:৩৩:৩৯

আপনি আমাকে জোর করবেন না: টেলিফোনে যাকে বললেন তামিম

আপনি আমাকে জোর করবেন না: টেলিফোনে যাকে বললেন তামিম

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে বাংলাদেশের সেরা ওপেনার বলা হয়। অবশ্য সবাই একবাক্যে তা স্বীকারও করেন। সেই তামিম ইকবাল প্রায় অনেকদিন যাবৎ জাতীয় দলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন। কিছুদিন আগে ইনজুরির কারণে ৩টি সিরিজ মিস করায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়ার বিষয়ে প্রশ্ন উঠেছিল। দলের কেউ মুখ ফুটে বলে দেওয়ার আগেই তিনি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর তামিম দীর্ঘ ইনজুরি থেকে সুস্থ হয়ে এখন বিপিএল খেলছেন।

এদিকে বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে ফিফটি করেছেন মিনিস্টার ঢাকার হয়ে খেলা তামিম। দুটিই ছিল ধীরগতির এবং দুই ম্যাচেই দল হেরেছে। গতকাল ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হুট করেই তামিমের বিষয়ে সাংবাদিকদের বলে বসেন, 'ও আমাকে একটা কথা বলেছে, "আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না। "

এই ব্যাপারে পাপন আরো  বলেছেন, 'ওর সঙ্গে আমি কথা বলেছি। বলতে গেলে...ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- "আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না"।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে