বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৬:০২

নতুন করে ভারতীয় ক্রিকেটাঙ্গনে হট্টগোল

 নতুন করে ভারতীয় ক্রিকেটাঙ্গনে হট্টগোল

স্পোর্টস ডেস্ক: এবার ‘স্বার্থের সংঘাত’ প্রশ্ন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ে নতুন করে হট্টগোল শুরু হয়েছে। সিএবি প্রেসিডেন্ট তথা সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্বার্থের সংঘাতের প্রশ্নে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে চিঠি দিলেন নীরজ গুণ্ডে।

চিঠি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড নিযুক্ত ওমবাডসম্যান এপি শাহ। প্রশাসক সৌরভের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলে বোর্ডের কাছে জানতে চেয়েছেন সিআই নিযুক্ত ওমবাডসম্যান শাহ। বিষয়টি দেখার জন্য প্রেসিডেন্ট মনোহর আইপিএল-এর চিফ অপারেটিং অফিসারকে দেখতে বলেছেন। আগামী দুই সপ্তাহ মধ্য এর জবাব দিতে হবে বোর্ডকে।সিএবি প্রেসিডেন্টের পাশাপাশি আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সৌরভ। এই বিষয়ে সৌরভের সঙ্গে কথা বলতে চায় ওমবাডসম্যান।

এর আগেও সৌরভের স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট মনোহর তা খারিজ করে দেন। কিন্তু সুপ্রিম কোর্টে লোধা কমিটির রিপোর্ট জমা পড়ার পর ফের মাথা চাড়া দিয়ে উঠল সৌরভের স্বার্থের সংঘাতের বিষয়টি।  
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে