স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিকেল তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।
সফরকারীদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তামিম ইকবালের সঙ্গে ওপেনে তাকেই যেতে পারে।
অন্যদিকে, বিপিএল দিয়ে নিজেদের চেনানো নতুন মুখ নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী ও আবু হায়দারের রনিরাও একাদেশ জায়গা পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকবেন। ক্রিকইনফো সূত্র অনুযায়ী আগামীকালের ম্যাচের সম্ভাব্য একাদশ পাঠকদের জন্য তুলে ধরা হল।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর